• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১১:০২ এএম
যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে মুখোশধারী ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পেনসিলভানিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন সাজু বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের সামস উদ্দিনের ছেলে। তিনি পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়ায় নিজের পরিবারের সঙ্গে বসবাস করতেন।

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, পেনসিলভানিয়ার সভাপতি মাশুকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাশুকুল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় বন্ধুদের সঙ্গে ছিলেন মোয়াজ্জেম হোসেন সাজু। এ সময় এক মুখোশধারী ছিনতাইকারী তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাশুকুল ইসলাম খান আরও জানান, নিহত মোয়াজ্জেম হোসেন সাজুর মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে। তার জানাজা বৃহস্পতিবার (৫ আগস্ট) জোহরের নামাজের পর পেনসিলভানিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় ফিলাডেলফিয়া পুলিশ এখনো হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!