জয়পুরহাটে হেরোইনের মামলায় মো. মিন্টু নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট শহরের আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. মিন্টু জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার কাদেরের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ২০১০ সালে একটি অভিযানে মিন্টুর কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামলা হলে মামলার দীর্ঘদিন পর ২০১৬ সালে আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সাজা প্রদানের সময় আসামি পলাতক ছিলেন।
ওসি আলমগীর আরও জানান, মিন্টু নিজের গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। দীর্ঘদিন প্রচেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।