• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

যাত্রীবাহী বাস খাদে, আহত অর্ধশতাধিক


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০৯:১৭ পিএম
যাত্রীবাহী বাস খাদে, আহত অর্ধশতাধিক

সিলেটের গোলাপগঞ্জে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কিসমত মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী বাস (সিলেট-জ-১৪-০১৬৬) ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কিসমত মাইজভাগ এলাকায় আসামাত্র একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা সব যাত্রী কম-বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানান স্থানীয়রা। ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, একটি বাস খাদে পড়ে যাত্রীরা আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে।

Link copied!