ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু কমেছে


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১১:২২ এএম
ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু কমেছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এটিই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চার মাসে সর্বনিম্ন মৃত্যু।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদরের রনি মিয়া (১৮), কেন্দুয়ার ইউনুস আলী (৭২) ও শেরপুর সদর উপজেলার আক্কাস আলি (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৪৭ জন রোগী চিকিৎসাধীন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১৭ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৫ শতাংশ।

Link copied!