• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাজিস্ট্রেটকে মারধর, গ্রেপ্তার ৪


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১০:৫৫ এএম
ম্যাজিস্ট্রেটকে মারধর, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারককে মারধর করে অপহরণচেষ্টা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় মারধরের ঘটনা ঘটে।

ঘটনার পর রাত ১টার দিকে বিচারকের পক্ষে আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ অপহরণচেষ্টা ও মারধরের অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় পাঁচজনকে তালিকাভুক্ত ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

তালিকাভুক্ত পাঁচজন হলেন রানা মূর্তজা, শিশির মাহমুদ, মাসুকা সুলতানা, আব্দুর রহিম ও জিবান সুলতানা। এর মধ্যে শিশির মাহমুদ ছাড়া বাকিদের গ্রেপ্তার করেছে পুলিশ।

নগর পুলিশের উপসহকারী কমিশনার আবু বক্কর জানান, জিইসি মোড় এলাকায় স্ত্রীকে নিয়ে হাঁটার সময় একটি ব্যক্তিগত গাড়ি পেছন থেকে উচ্চ শব্দে হর্ন বাজালে ওই ম্যাজিস্ট্রেট হাতের ইশারায় নিষেধ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন।

একপর্যায়ে রানা ম্যাজিস্ট্রেটকে মারধর করেন এবং অন্যরা গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারসহ চারজনকে আটক করে। পরে এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

Link copied!