• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

মোহন্ত রাজার বাড়িতে চলছে প্রত্নতত্ত্বের খোঁজ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:৫৮ পিএম
মোহন্ত রাজার বাড়িতে চলছে প্রত্নতত্ত্বের খোঁজ

কুমিল্লায় ১৩০০ বছর পুরোনো মোহন্ত রাজার বাড়ি খননের কাজ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জেলার আদর্শ সদর উপজেলার ইটাল্লা গ্রামে অবস্থিত মোন্তের মুড়া নামে পরিচিত বাড়িটিতে ৬ এপ্রিল থেকে খনন কার্যক্রম শুরু হয়েছে। খনন শেষে সেখানে অনেক প্রত্নতত্ত্ব সম্পদ পাওয়া যাবে ও সেখানকার ইতিহাস সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান বলেন, “আমরা পাঁচথুবী পরিদর্শনে গিয়ে তিনটি পুরাকীর্তি দেখেছি। অনেকে মাটি কেটে নিয়ে সেগুলো ধ্বংস করছে। আশার কথা হচ্ছে, দেরিতে হলেও মোহন্তরাজার বাড়িতে খনন কার্যক্রম শুরু হয়েছে। পাশের বৈষ্ণবরাজার বাড়ি এবং বসন্ত রাজার বাড়িও খনন করা প্রয়োজন।”

২০২১ সালের মার্চে অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান ও তার দল পুরাকীর্তিগুলো পরিদর্শন করেন। সে সময় তিনি বলেছিলেন, “শালবন বৌদ্ধবিহার ও পাঁচথুবী এলাকা নিকটবর্তী। ধারণা করছি সব কটি স্থাপনা একই সময়ের। এগুলো সংরক্ষণ হলে প্রত্নতত্ত্ব পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” 

Link copied!