• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৬:৫৮ পিএম
মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নাটোরের লালপুরে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে স্মৃতি খাতুন (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।

সোমবার(৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বড় ময়না গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্মৃতি খাতুন ওই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। তিনি নান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, স্মৃতি তার বাবা-মায়ের কাছে নতুন মোবাইল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু তা কিনে দিতে অস্বীকার করলে স্মৃতি তার নিজ ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান সংবাদ প্রকাশকে বলেন, “এ ব্যপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Link copied!