বগুড়ার শেরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. আলী সজল (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শেরপুর শহরের শ্রীরামপুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী সজল শ্রীরামপুরপাড়া এলাকার প্রবাসী মেহের আলীর ছেলে এবং শেরপুর ডিজে হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, সজল তার মায়ের কাছে মোটরসাইকের কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু তার মা রাজি না হওয়ায় সে শোবারঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় তার মা সেলিনা আক্তার শুক্রবার দুপুরে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন।