• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেলের ট্যাংকে মিলল বিপুল ইয়াবা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:১৩ এএম
মোটরসাইকেলের ট্যাংকে মিলল বিপুল ইয়াবা

মোটরসাইকেলের ট্যাংকে করে পাচারকালে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ তালিম উদ্দিন মুন্না (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তালিম উদ্দিন মুন্না চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো সরিষার তেলের বোতলে ইয়াবাগুলো পাওয়া যায়। 

ওসি সাইফুল আলম আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!