• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাকাওসহ ২২ লাখ টাকার বিদেশি পাখি উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৯:৪৮ পিএম
ম্যাকাওসহ ২২ লাখ টাকার বিদেশি পাখি উদ্ধার

মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১০টি ম্যাকাও ও ৬০টি ক্যাপা স্টার্লিং পাখি উদ্ধার করা হয়েছে। পাখিগুলোর আনুমানিক দাম ২২ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার গোপালনগর যাত্রী ছাউনির কাছ থেকে ভারতে পাচারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। একই সময় পাচারের সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে পাচারকারিদের জেল-জরিমানা করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই ইস্রাফিলের নেতৃত্বে পুলিশ গোপালনগর যাত্রী ছিউনির কাছ থেকে পাখিগুলো উদ্ধার করে এবং চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে। আটকরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাশারুল শেখ ও আটোরিকশা চালক হাবিবুর রহমান।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পাচারকারি বাশারুল শেখকে এক মাসের কারাদণ্ড ও অটোরিকশা চালক হাবিবুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত বন বিভাগীয় কর্মকর্তা মো. জাফরউল্লাহ, মুজিবনগর উপজেলা বন বিভাগীয় কর্মকর্তা হাসিম হায়দার, গাংনী উপজেলা বন বিভাগীয় কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

জেলা বন বিভাগীয় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাফরউল্লাহ জানান, পাখিগুলো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের এবং এগুলোর মূল্য প্রায় ২২ লাখ টাকা। পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওসি মেহেদী রাসেল জানান, সাজাপ্রাপ্ত বাশারুল শেখকে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!