নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বজ্রপাতে মো. আবুল কালাম কালু (২১) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হাতিয়ার ডোবার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সুবর্ণচর উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর মজিদ গ্রামের ১৩ নম্বর সিডিএসপি আশ্রয়ণ প্রকল্পের মো. বেলালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরহাদ জানান, রোববার সকাল থেকে হাতিয়া উপজেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় কালু মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে কালুর মৃত্যু হয়। মরদেহ এখনো ঘটনাস্থলে রাখা আছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, “বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”