• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২২, ০৬:৫৩ পিএম
মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন বলেন, “বৃহস্পতিবার রাতে বাড়িতে কেউ ছিল না। আমিও হাঁটতে বের হয়েছিলাম। রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আমার ঘরে আগুন ধরিয়ে দেয়।”

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মো. আইয়ুব আলীর লোকজন আগুন দেয় বলে অভিযোগ করেন তিনি।

আঞ্জুয়ারার দাবি আগুনে ঘর ও আসবাবপত্রসহ ৬/৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, “বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। বাড়িতে লোকজন না থাকায় দুর্বৃত্তরা আগুন দেয়। এলাকাবাসী এসে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে।”

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।”

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সাহেব গনি বলেন, “মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বাড়িতে রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে কেউ দেখতে পায় নি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!