চট্টগ্রাম

শিশু ও অদক্ষদের হাতে অটোরিক্সা, বাড়ছে দুর্ঘটনা


চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১২:৫০ পিএম
শিশু ও অদক্ষদের হাতে অটোরিক্সা, বাড়ছে দুর্ঘটনা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গ্রামের সড়ক থেকে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা। এসব অটোরিক্সা চালকদের বেশিরভাগই অদক্ষ ও শিশু, যার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নিয়ম-নীতি না মেনে চলছে অটোরিক্সা। অদক্ষ ও কম বয়সী চালকরা যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করছে। এছাড়া বেশিরভাগ অটোরিক্সায় লাগানো হয়েছে চোখ ঝলসানো এলইডি লাইট। এসব অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে বাজারগুলোতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট।

গত পাঁচ বছর ধরে মিঠাছরা বাজারে সিএনজি চালিয়ে সংসার চালাচ্ছেন মো. সবুজ। তিনি বলেন, “উপজেলায় প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটোরিক্সার সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শিশু চালকের সংখ্যা। তারা কোনো ধরনের নিয়ম কানুন মানে না। কে কার থেকে বেশি যাত্রী বহন করবে তা নিয়ে ব্যাস্ত। যার করণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। যানজট তো আছেই।”

রিয়াজ নামের এক পথচারী বলেন, “অটোরিক্সার কারণে বাজারে চলাচল করতে কষ্ট হয়। যেখানে-সেখানে তারা অটোরিক্সা পার্ক করে রাখে। যার কারণে পথচারীরাই চলাচল করতে পারে না।”

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, “অপ্রাপ্ত বয়স্ক কেউ অটোরিক্সা চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসনে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হবে।”

Link copied!