• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০১:৫৬ পিএম
মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বরিশালের বাকেরগঞ্জে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের মো. হাসিব (২৫) ও ইজিবাইকচালক মো. সোহাগ (২৪)। নিহত নারীসহ বাকি আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ঘটনায়  নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি।

Link copied!