• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মা-মেয়েকে হত্যা, আটক ১


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৫:২৬ পিএম
মা-মেয়েকে হত্যা, আটক ১
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে ঢুকে দুই নারকে হত্যা করেছেন আল জোবায়ের নামের (২৬) এক যুবক। 

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে জেলার নিতাইগঞ্জের ডালপট্টির ৮ নম্বর বি দাস সড়কের একটি ভবনের ছয়তলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার  রামপ্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তী (৪৬) ও তাঁর মেয়ে ঋতু চক্রবর্তী (২২)। ঋতু সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

অভিযুক্ত আল জোবায়ের (২৬) নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 

পুলিশ জানিয়েছে, জোবায়ের ভবনটির নিচতলা থেকে প্রতিটি ফ্ল্যাটে কলবেল চাপেন। কিন্তু কেউ দরজা খোলেননি। ছয়তলার ফ্ল্যাটে কলবেল বাজানোর পর রুমা চক্রবর্তী দরজা খুলে দিতেই তাকে গলা চেপে ধরেন এবং ছুরিকাঘাতে হত্যা করেন জোবায়ের। এসময় রুমার মেয়ে ঋতু চক্রবর্তী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে হত্যা করেন। পরে পাশের রুমে থাকা রুমার ছেলের বউ শীলাকেও বঁটি নিয়ে কোপ দিতে যান জোবায়ের। শীলা জোবায়েরকে ধাক্কা দিয়ে ফেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন।

ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা ওই ভবনের মূল ফটকে তালা দেন। পরে পুলিশ ভেতরে আটকা পড়া জুবায়েরকে আটক করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার সময় রুমার স্বামীর রাম প্রসাদ চক্রবর্তী ও তার ছেলে হৃদয় চক্রবর্তী বাড়িতে ছিলেন না।

ওসি শাহ জামান আরও জানান, আটক জোবায়েরের একটি ব্যাগের ভেতরে থেকে ছোট দুটি স্বর্ণের চেইন, কানের দুল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, ঋতু চক্রবর্তীর পিঠে দুটি এবং হাতে একটি ছোরাবিদ্ধ ছিল।
 

Link copied!