জামালপুরের মেলান্দহে মা-মেয়ের নিহতের ঘটনায় নিহত জয়ফলের ছেলে জহুরুল ইসলাম ও তার স্ত্রী জেসমিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর এলাকায় নিজ ঘরের পৃথক কক্ষ থেকে জয়ফল বেগম (৫৫) এবং তার মেয়ে স্বপ্না আক্তারের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিধবা জয়ফল বেগমের ওমান প্রবাসী ছেলে মিস্টার দু’দিন ধরে তার মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। ১ জানুয়ারি সন্ধ্যায় মিস্টার ওমান থেকে তার মামা মানিকের কাছে ফোন করে মায়ের খোঁজ নিতে বলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিক ওই বাড়িতে গিয়ে জয়ফলের ঘরের দরজা-জানালা বন্ধ দেখেন। পরে তিনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ওই ঘরের দরজা ভেঙে দুই কক্ষের বিছানায় মা-মেয়ের গলাকাটা লাশ দেখতে পান।
পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জয়ফলের ছেলে জহুরুল ইসলাম ও তার স্ত্রী জেসমিনকে আটক করেছে পুলিশ। দুদিন আগে মা ও বোনের সাথে ঝগড়া করে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন জহুরুল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্ত করানো হবে। ঘটনাস্থল থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। জয়ফলের ছেলে জহুরুল ও তার স্ত্রী জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।