• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মা-বাবার সামনে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৯:১০ পিএম
মা-বাবার সামনে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় চলন্ত ট্রেনে ওঠতে গিয়ে পা পিছলে প্লাটফর্মের নিচে পড়ে ইমতিয়াজ আলী (২৫) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।

এ সময় তার মা-বাবা উপস্থিত ছিলেন। চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়া উদ্দিন।

ইমতিয়াজ আলী পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাড. ইসাহাক আলীর ছেলে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন বলেন, সকালে রাজশাহীগামী কমিউটার ট্রেন আব্দুলপুর স্টেশনে থামলে ওই ছাত্র দোকানে খাবার কিনতে যায়। এ সময় ট্রেন ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে প্লাটফর্মের নিচে পড়ে চাপা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!