• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

মামলা তুলে নিতে বাদীর বাড়িতে হামলা


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৩:০৭ পিএম
মামলা তুলে নিতে বাদীর বাড়িতে হামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে মামলা তুলে নিতে বাদীর বাড়িতে ভাঙচুর করেছে আসামিপক্ষ। 

বুধবার (১ ডিসেম্বর) রাতে বাদীর বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় বাদীর পরিবার জীবননাশের আশঙ্কায় রয়েছে।

মামলার বাদী একুব্বর হোসেন জানান, নভেম্বর মাসের ৫ তারিখ তার শিশুসন্তান বাড়ির পাশে খেলা করছিল। এ নিয়ে বাড়ি পাশের বাবুল মণ্ডলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে বাবুল মণ্ডলের সমর্থকরা একুব্বরের শিশু সন্তানসহ পরিবারের লোকজনকে মারধর করে। এ ঘটনায় ঝিনাইদহ আদালতে একুব্বর বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। 

মামলা করায় বাবুলের লোকজন বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিতে থাকেন। এ ঘটনায় একুব্বর থানায় জিডি করেছেন। বুধবার রাতে বাবুল মণ্ডল, লুলু মণ্ডল, আলমগীর মণ্ডল ও উজ্জ্বল হোসেন রাত ১১টার দিকে একাব্বুরের বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। ঘরে ঢুকে বাদীর গলায় রামদা ঠেকিয়ে মামলা তুলে নিতে বলেন। পরে বাড়ির লোকজন একাব্বুরকে বাঁচাতে ছুটে এলে তাদের ওপরেও চড়াও হন আসামিরা। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করেছে।

এদিকে অভিযুক্ত বাবুল মণ্ডল বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। আমাদের ফাঁসাতে চক্রান্ত করা হচ্ছে।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!