বাগেরহাটের শরণখোলা উপেজলায় মরিয়ম আক্তার (১০) নামে এক মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে শুক্রবার (৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
শনিবার (৫ মার্চ) সকালে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শিশু খোন্তাকাটা ইউনিয়নের তালতলি গ্রামের বেল্লাল গাজীর মেয়ে। সে রাজৈর এলাকার একটি আবাসিক প্রাইভেট মাদ্রাসায় কোরআন পড়তো বলে জানা গেছে।
শিশুটির মা আসমা বেগম বলেন, “শুক্রবার সন্ধ্যা থেকে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৮টার দিকে ঘরের দোতলার পাটাতনের ওপর মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি। তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মেয়ের মারা যাওয়ার কারণ বলতে পারেননি তিনি। মরিয়ম রাজেশ্বর গ্রামে মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থাকতো।”
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, “শিশুটির পরিবার মরিয়মকে বারবার মাদ্রাসায় যেতে বললে সে কোনোভাবেই ওই মাদ্রাসায় যেতে রাজি হয়নি। তাই হয়তো আত্মহত্যা করেছে।”
এ বিষয়ে হাসপাতালের জররি বিভাগের চিকিৎসক বিপ্লব সাধাক বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে মুখ থেকে ফেনা বের হওয়ার আলামত পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।”
এ ব্যাপারে একটি অপমৃত মামলা করা হয়েছে বলে জানান তিনি।