চুয়াডাঙ্গায় মাদক মামালার হাজিরা শেষ করে আবার মাদক বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) চুয়াডাঙ্গা রেলস্টেশনের জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যান।
গ্রেপ্তাররা হলেন বাদল শেখ ওরফে মাজেদ শেখ (৬০) ও মিদুল ওরফে সাইফুল ইসলাম (৫৫)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, “মাজেদ ও সাইফুল দুজনেই মাদক মামলার আসামি। মাজেদের বিরুদ্ধে ৩টি এবং সাইফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার হাজিরা দিতে তারা গিয়েছিল জয়পুরহাট। হাজিরা দিয়ে তারা আবারও মাদক বিক্রি শুরু করে পথে পথে। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।“