• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

মাদক বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৮:২৫ এএম
মাদক বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে মাদক বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা  মো. রাকিব শেখকে (৩২) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার সাতকাছিমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব সাতকাছিমা এলাকার মো. হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

পুলিশ জানায়, গ্রেপ্তার রাকিবের তালিকাভুক্ত নিয়মিত মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। 

নাজিরপুর থানার এসআই মো. ইয়াসির হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতকাছিমা মাদ্রাসার পেছনে কাদের মোল্লার বাড়ির সামনের রাস্তায় মাদক বেচা-কেনার সময় রাকিবকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্য মাদককারবারিরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

এসআই আরও জানান, ছাত্রলীগ নেতা রাকিবের দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এদিকে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল আমিন জানান, গ্রেপ্তার রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!