• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাদকাসক্ত ছেলের হাত থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন বাবার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১১:০৫ এএম
মাদকাসক্ত ছেলের হাত থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন বাবার

মাদকাসক্ত ছেলের হাত থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা পেলেন বাবা দুলাল তরফদার। এ সময় ছেলে শাহ পরানকে (৩৩) আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার চরবাঙালীপাড়ায়।

জানা যায়, প্রায়ই শাহ্ পরান মাদক কেনা-বেচার টাকার জন্য পরিবারের সদস্যদের মারপিট করত। শুক্রবারও মাদক সেবনের টাকার জন্য বাবা দুলাল তরফদারকে মারধর শুরু করে। এ সময় আশপাশের লোকজন দুলাল তরফদারকে উদ্ধার করে ও মাদকাসক্ত শাহ্ পরানকে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান দুলাল।

কিছুক্ষণের মধ্যে সরিষাবাড়ী থানায় ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে আটক করে থানায় নেয়। পরে পুলিশের উপপরিদর্শক বশিরুল আলম বাদী হয়ে শাহ পরানকে আসামি করে মাদক আইনে মামলা করেন।  

মামলার বাদী বশিরুল আলম জানান, শাহ পরান তার পরিবারের সদস্যদের মাদকের টাকার জন্য প্রায়ই মারধর করত। শুক্রবার সকালে সে তার বাবাকে মারধর শুরু করলে ৯৯৯ এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে আটক করে। মাদক আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Link copied!