• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মাদকসহ ৩ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৮:১৫ পিএম
মাদকসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে টেকনাফস্থ ২ বিজিবির অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত আইয়ুব আলীর ছেলে মো. মামুনুর রশিদ (২৫), টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার আবু তাহেরের ছেলে মো. আব্দুল্লাহ (২৫), একই ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকার মৃত অলি আহমদের ছেলে মো. কাউসার (২০)। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক।

টেকনাফ থেকে খালী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছালে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে চুম্বক দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চালক-হেলপারসহ ৩ যুবককে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক খোরশেদ আলম।

Link copied!