সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আব্দুল মজিদ (৩১) নামে এক মাদকব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, একই সঙ্গে মজিদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইয়াবা রাখার দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ মে মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশ মজিদের মাদক কেনাবেচার বিষয়ে জানতে পারে। পরে অভিযান চালিয়ে মজিদকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হোরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।