জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন, দোয়া মহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সকল কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের নোমানই ময়দানে শহীদ স্মৃতি ফলকে সামনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সকল কর্মসূচিতে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২-এর সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বেলা সাড়ে ১১টায় বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাগুরা মুক্ত দিবস উপলক্ষে সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় বিকেলে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন নোবেল, ইমরান, মুহিন, বিন্দু কথাসহ দেশসেরা শিল্পিরা।