• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৫:০২ পিএম
মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

নওগাঁর মান্দা উপজেলার চকমনসুব গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত মা কবিজান (৯০) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যদিও ছেলে তফিজ উদ্দিন এ অভিযোগ এড়িয়ে গেছেন।

জানা গেছে, ২০১৬ সালের অক্টোবরে ছেলে তফিজ উদ্দিন বিরুদ্ধে মামলা করেন কপিজান। তখন থেকেই মাকে দেখাশোনা করত না ওই ছেলে। এতে মা বাধা দিলে লাঠি দিয়ে পিটান।

আজ দুপুরে মায়ের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান ছেলে। তাতে বাধা দিতে গেলে ছেলে ও পুত্রবধূ মিলে তাকে পিটিয়ে আহত করে। সঙ্গে সঙ্গে কপিজান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কপিজানকে তাদের হাত থেকে উদ্ধার করে এলাকাবাসী ও তার মেয়ে বিবিজান।

মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, “এ বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!