চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার অভিযোগে ছেলে মাঈনুলকে (২৯) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে জেসমিন আক্তারকে (৫০) গুলি করে হত্যা করেন তার ছেলে মাঈনুল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিজ শয়নকক্ষ থেকে ওই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মাঈনুলের কক্ষের খাটের নিচ থেকে এয়ারগানসহ শটগানের ১০টি গুলি জব্দ করা হয়।
এদিকে এ ঘটনায় মো. মাঈনুকে আসামি মঙ্গলবার রাতে মামলা করেছেন তার বড় বোন শায়লা শারমিন নিপা। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার।