• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

মাকে গলাকেটে হত্যা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৫:৩২ পিএম
মাকে গলাকেটে হত্যা

ফেনীর সোনাগাজীতে মা আমেনা বেগমকে (৫০) গলাকেটে হত্যা করেছে ছেলে। 

রোববার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় ছেলে নূর করিম রাসেলকে (২৮) আটক করেছে।

আমেনা বেগম ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী। 

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাসেল একজন মানসিক প্রতিবন্ধী ও মাদকাসক্ত। তবে বেশ কিছুদিন সে কিছুটা সুস্থ ছিল। সকালে সে তার মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এতে তার মায়ের মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে রাসেলকে আটক করা হয়েছে।

ওসি জানান, আটককৃত রাসেল মানসিক প্রতিবন্ধী বলে স্বজনরা জানিয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!