ঈদ উপলক্ষ্যে নাড়ির টানে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। আর সেকারণে সড়ক-মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন সড়কে প্রায় ২১ কিলোমিটার রাস্তাজুড়ে থেমে থেমে পড়তে হচ্ছে যানজটে। এসময় কয়েক হাজার ঘরমুখ মানুষের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে নবীনগর থেকে চন্দ্রা ১৩ কিলোমিটার ও টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কে প্রায় ৫ কিলোমিটার ও আশুলিয়া থেকে ধউর ৩ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
মামুন হোসেন নামে এক বাস যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, দুপুর ৩টার দিকে চন্দ্রা যাওয়ার জন্য ঠিকানা বাসে উঠেছি। কিন্তু ২ ঘণ্টায় বাইপাইল জিরানী আসতে সময় লেগেছে।
অন্যদিকে সাভার পরিবহনের বাস চালক কবির বলেন, “ঈদের মধ্যেই কিছু টাকা-পয়সা করুম। কিন্তু জ্যামে বসে ঘণ্টার পর ঘণ্টা বসে সময় পার করতে হচ্ছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।