• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

মহাবিপন্ন গৃধিনী শকুন অবমুক্ত


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৪:৪৬ পিএম
মহাবিপন্ন গৃধিনী শকুন অবমুক্ত

ভোলার লালমোহন থেকে মহাবিপন্ন হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ভোলার চরফ্যাশন রেঞ্জের চরকচ্ছপিয়া এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে শকুনটি অবমুক্ত করা হয়। 

ভোলা বন বিভাগের বণ্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শনিবার উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট এলাকায় শকুনটি একটি বাগানের মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা শকুনটি ধরে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন শকুনটি উদ্ধার করে মঙ্গলবার দুপুরে চরকচ্ছপিয়া এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে। 

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন বলেন, “শকুনটি হিমালয়ান গৃধিনী প্রজাতির। এই শকুন বাংলাদেশে সচারাচর দেখা যায় না। ধারণা করা হচ্ছে উত্তরে প্রচণ্ড শীতের কারণে হিমালয় থেকে শকুনটি খাবারের সন্ধানে ভোলায় এসেছে।”

সামিউল মেহেসানিন বলেন, “পৃথিবীতে দ্রুততম বিলুপ্ত হতে চলা প্রাণী শকুন। তাই শকুন মাত্রই বিশ্বে ‘মহাবিপন্ন’ (Critically Endangered) পাখি। বাংলাদেশে শকুনের পরিস্থিতি খুবই খারাপ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) হিসেবে বাংলাদেশে মাত্র ২৬৮টি শকুন রয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!