• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৯:৩০ পিএম
মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার

পাবনার সুজানগরের পদ্মা নদী থেকে  মস্তকবিহীন অর্ধগলিত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর নারুহাটি পক্কীর মোড় এলাকা থেকে ওই‌ লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

সুজানগর থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, স্থানীয় মৎস্যজীবীরা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে লাশের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা যাবে।”

Link copied!