• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

মসজিদ ভেঙে ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০১:০৭ পিএম
মসজিদ ভেঙে ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা

কেরানীগঞ্জ (দক্ষিণ) আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যানের বড় ভাইয়ের বিরুদ্ধে মসজিদ ভেঙে ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে দ্রুত জমিটি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করে পুনরায় মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ওয়াশপুর টাওয়ার রোডে একটি মসজিদ ছিল। মসজিদটির জায়গা ওয়াকফর সম্পত্তি। উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদের (কেরানীগঞ্জ দক্ষিণের আওয়ামী লাগীর আহ্বায়ক) বড় ভাই সেলিম আহমেদ এবং ইঞ্জিনিয়ার মো. গোলাম মুক্তাদিসহ একটি প্রভাবশালী চক্র এই সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন।

মসজিদ ভাঙতে বাধা দেওয়ায় এক মাদ্রাসাশিক্ষককে মারধর করেন সেলিম আহমেদ।

এলাকাবাসী আরও বলেন, “দখলদাররা হাইকোর্টের আদেশ না মেনে মসজিদের জায়গা দখল করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়াকে অবগত করি। ওসি বিষয়টি দেখবেন বলে আমাদের জানান।”

অভিযুক্ত ইঞ্জিনিয়ার মো. গোলাম মুক্তাদিরের কাছে বিষয়টি জানার জন্য ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Link copied!