ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে জানান করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন এবং নেত্রকোনা জেলার ১ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনায় আক্রান্তে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহ সদরের মোমেনা খাতুন (৯৫)। এছাড়া ময়মনসিংহ সদরের হোসনে আরা (৫৯), চম্পা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম (৪৫) এবং নেত্রকোনা পূর্বধলা উপজেলার সেতু (২৪) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ সোমবার সকাল পর্যন্ত ১৪২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন। এছাড়া রোববার সুস্থ হয়ে ১৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৭৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৯ শতাংশ।