• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

মনিকা পেলেন মুজিব বর্ষের ঘর


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৮:৪২ পিএম
মনিকা পেলেন মুজিব বর্ষের ঘর

জাতীয় দলের নারী ফুটবলার মনিকা চাকমা ও তার পরিবারের জন্য দুটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেবেন বলে ঘোষণা দিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

একইসঙ্গে দুই লাখ টাকার সঞ্চয়পত্র করে দেবেন বলে ঘোষণা দেন তিনি। এলাকার পানির সমস্যা সমাধানের জন্য একটি ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে জেলার লক্ষ্মীছড়ি উপজেলার সুমন্ত পাড়ায় গিয়ে মনিকা ও তার পরিবারের সদস্যেদের খোঁজ খবর নেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদের সদস্য মেমং মারমা প্রমুখ।

Link copied!