• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মজুদ তেল উদ্ধার করে এতিমখানায় দান


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৭:৪৩ পিএম
মজুদ তেল উদ্ধার করে এতিমখানায় দান

কুমিল্লায় সয়াবিন তেল মজুদ করে রেখে বেশি দামে বিক্রি করার অভিযোগে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত তেল এতিমখানায় দান করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে নগরীর বাদশা মিয়ার বাজারের শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই দোকানে মজুদ করে রাখা ৩৪ লিটার তেল জব্দ ক‌রা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, “সয়া‌বিন তে‌লের বোতলের গায়ের মূল্য মু‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি করা হ‌চ্ছিল এবং মজুদ করে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে- এমন খবরে আমরা অভিযান পরিচালনা করি। লুকিয়ে রাখা ঘষামাজা করা কিছু তেলের বোতল উদ্ধার করি। উদ্ধার বোতলগুলো এতিমখানায় দান করা হয়েছে।”

আসাদুল ইসলাম আরও বলেন, “কুমিল্লার বাজারে গুজব ছড়িয়ে কোনো মহল যদি ফায়দা নেওয়ার চেষ্টা করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

Link copied!