রংপুরে ভ্যানচালককে বলাৎকারের অভিযোগে এসআইকে পুলিশ লাইন প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
অভিযুক্ত ওই এসআইয়ের নাম স্বপন কুমার রায়। তিনি পীরাগাছা থানার কর্মরত ছিলেন। বলাৎকারের শিকার ওই ব্যক্তিকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার কলেজপাড়া সংলগ্ন এসআইয়ের ভাড়া বাড়িতে এ বলাৎকারের ঘটনা ঘটে।
এদিকে আজ সকালে এসআইয়ের বাড়ি থেকে আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন কুমার রায়ের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ২০/২৫ দিন আগে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বপন বুধবার রাতে সদর ইউনিয়নের এক ভ্যানচালককে (৪৮) তার বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে অচেতন করে তাকে বলাৎকার করেন তিনি। সারা রাত সেখানে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যান ভ্যানচালক। এরপর তিনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে বিষয়টি জানাজানি হতে থাকে। বেশি অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত এসআই স্বপনকে রাতেই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ওসি সরেস চন্দ্র বলেন, “এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে স্বপন কুমার রায়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”