• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভোট কেনার অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:২২ এএম
ভোট কেনার অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে রাতের আঁধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আঁধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামের এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খান। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

এদিকে সামাজিক যোগাযোমাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী হাকিম খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দু-এক দিনের মধ্যে তোলা হয়েছে। কারণ, চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়া তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।

টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল হাকিম খান বলেন, “আমার গ্রামের একজন রিকশাচালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে শয্যাশায়ী ছিলেন, তাকে দেখতে গিয়ে তার হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।“

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, “নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।” 

Link copied!