• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ভোটকেন্দ্রে চাপাতিসহ যুবক আটক


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১২:১০ পিএম
ভোটকেন্দ্রে চাপাতিসহ যুবক আটক

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি এলাকার ভোটকেন্দ্র থেকে দেশি অস্ত্রসহ শামীম ফকির (২৫) নামের এক যুবককে  আটক করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে পুটিমারি এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শামীম ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী আসাদ ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুটিমারি ভোটকেন্দ্রে ভোট শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে শামীম ফকিরকে ধারালো চাপাতি, একটি হাতুড়িসহ আটক করা হয়। বর্তমানে ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপসার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, “শান্তিপূর্ণভাবে ঘাটভোগ ইউনিয়নে ভোট চলছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!