• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০১:১২ পিএম
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’

ফেনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে কর্তব্যরত পুলিশ ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করেছে।

সকালে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ইউপি নির্বাচনে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা যায়, পুলিশের উপপরিদর্শকরা পোশাকে ক্যামেরা লাগিয়ে দায়িত্ব পালন করছেন। ছোট আকৃতির এই ক্যামেরা পুলিশ সদস্যের ইউনিফর্মের সঙ্গে বিশেষ পদ্ধতিতে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচনী ডিউটি শুরুর আগেই নিজেদের পোশাকে বিশেষায়িত ক্যামেরা স্থাপন করবেন পুলিশ সদস্যরা। এর মধ্যে কেউ টহলে বের হবেন, আবার কেউ যাবেন অপরাধী গ্রেপ্তারের অভিযানে।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের কাজের স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতার জন্য়ই বডি ওর্ন ক্যামেরার ব্যবহার করা হয়েছে। বডি ওর্ন  ক্যামেরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। ওয়াইফাই এবং থ্রিজি, ফোরজি  নেটওয়ার্ক ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি। এই ক্যামেরায় সহজেই অডিও ধারণসহ স্টিল ছবিও ধারণ করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুম থেকে বা যেকোনো স্থানে বসেই ক্যামেরার সবকিছু তদারকি করা যাবে। তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।

Link copied!