• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভুয়া চক্ষু ডাক্তারকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২২, ০৮:০১ পিএম
ভুয়া চক্ষু ডাক্তারকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

চক্ষু চিকিৎসক না হয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চোখের চিকিৎসা করার অপরাধে চুয়াডাঙ্গায় সাহাদত হোসেন নামে একজনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করে বন্ধ করা হয়েছে ‘চক্ষু সেবা কেন্দ্র’ নামে তার প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বেলা ১২টায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গা শহরের কোটপাড়ায় চক্ষু ও মাথাব্যথা রোগের চিকিৎসা করে আসছিল সাহাদত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, অপচিকিৎসা দেওয়ার সংবাদের ভিত্তিতে শহরের কোটপাড়ায় চক্ষু সেবা কেন্দ্রে অভিযান চালানো হয়। চক্ষু চিকিৎসক পরিচয়দানকারী সাহাদত হোসেনের কাছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। সাহাদত  সনদ দেখাতে ব্যর্থ হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো তারেক জুনায়েত।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!