• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভুয়া এসআই আটক


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৮:১৩ পিএম
ভুয়া এসআই আটক

জয়পুরহাটে রোগীর শরীরে মাদক আছে বলে তল্লাশিকালে উত্তম কুমার ঘোষ নামে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

উত্তম জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়ার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, দীর্ঘ দিন ধরে উত্তম নিজেকে এসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। রোগী শরীফুল ইসলামসহ তার স্বজনরা ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি আসছিলেন। শরীফুলের কাছে মাদক আছে বলে শহরের পাঁচুর মোড়ে তাকে আটক করেন উত্তম। পরে তার কাছ থেকে টাকা আদায় করছিলেন। ঘটনাটি জেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তমকে আটক করে পুলিশ।

Link copied!