• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভুট্টু চেয়ারম্যানের একদিনের রিমান্ড মঞ্জুর


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:১৪ পিএম
ভুট্টু চেয়ারম্যানের একদিনের রিমান্ড মঞ্জুর

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কোলাপাড়ায় দোকান কর্মচারী শাহীন চৌধুরী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্টুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা লোকমান। কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী রিমান্ড মঞ্জুরের এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পরশুরাম মডেল থানার এসআই সুরোজিত বড়ুয়া জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা লোকমানের আদালতে রিমান্ড আবেদন জানানো হয়। গত ১০ জানুয়ারি ৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকায় শাহজালাল বেকারীর পাশে শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয়। মামলা করার পর পুলিশ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ওমর ফারুক আজিজ, এনায়েত হোসেন আকাশ, রাহিম ও জাহিদ হোসেন আরিফকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া একজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Link copied!