• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ভাসানচর থেকে পালাতে গিয়ে আটক ১৮ রোহিঙ্গা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১২:০৯ পিএম
ভাসানচর থেকে পালাতে গিয়ে আটক ১৮ রোহিঙ্গা

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১০ শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয় লোকজন। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে আটকদের রোহিঙ্গা পুনর্বাসন কর্তৃপক্ষের মাধ্যমে ভাসানচর ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহের।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চেয়ারম্যানঘাটের চতলারঘাটের জঙ্গল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দালাল চক্রের মাধ্যমে রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ১০ শিশু ও আটজন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নারী-পুরুষ নৌকাযোগে পালানোর চেষ্টা করে। নৌকাটি চেয়ারম্যানঘাটের পাশে চতলাঘাটের একটি জঙ্গলের তাদের নামিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

Link copied!