• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভাসানচরের পথে আরও ৪১৪ রোহিঙ্গা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৯:৫৯ পিএম
ভাসানচরের পথে আরও ৪১৪ রোহিঙ্গা

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে নবম দফায় স্বেচ্ছায় যেতে ইচ্ছুক আরও ৪১৪ জন রোহিঙ্গাকে নিয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে ৮টি বাস। 

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দেয় ১৪০ রোহিঙ্গা পরিবার। এর আগে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে রোহিঙ্গারা সপরিবারে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসে।

ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন এসব তথ্য নিশ্চিত করে বলেন, নবম দফায় ৪১৪ জন রোহিঙ্গাদের দুটি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে। আরও কিছু রোহিঙ্গার যাওয়ার কথা রয়েছে। তবে সেখানে কতজন রয়েছে, তা এখন বলা যাচ্ছে না। 

এ বিষয়ে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, নবম দফায় শিবিরগুলো থেকে আরও ৪১৪ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছে।

এদিকে গত বছরের ডিসেম্বর থেকে সপ্তম দফায় প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

মিয়ানমারের সেনাদের অভিযান থেকে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছে। শরণার্থীদের চাপ কমাতে দুই বছর আগে অন্তত ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।
 

Link copied!