ভালুকায় নৌকাডুবিতে যুবকের মরদেহ উদ্ধার, চিকিৎসক নিখোঁজ


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০১:৪৬ পিএম
ভালুকায় নৌকাডুবিতে যুবকের মরদেহ উদ্ধার, চিকিৎসক নিখোঁজ

ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে পিকনিকের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম তানভীর। এ দুর্ঘটনায় অমিত রায় নামের এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনীসংলগ্ন খিরু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিহত তানভীর উপজেলার ঝালোপাজা বাজার গ্রামের আজিজুল হকের ছেলে।

এ দুর্ঘটনায় ডা. মেহেদি হান্নান, ডা. হাসিনসহ আরেকজন আহত হয়েছেন। তবে গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উদ্যোগে অন্তত ২০ জনের একটি টিম নৌকা ভাড়া করে খিরু নদীতে আনন্দভ্রমণে বের হন। আনন্দভ্রমণ শেষে ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

আল মামুন আরও বলেন, নৌকার যাত্রীদের বেশ কয়েকজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে। এছাড়া অনেকে কেউ কেউ সাঁতরে নদীর তীরে এসেছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. অমিত রায় ও তানভীর নামের একজন যুবক নদীর তীরে আসতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু হয়। রাত সোয়া ১২টার দিকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে চিকিৎসক অমিত রায়।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে তানভীরের মরদেহ উদ্ধার করেছে। ওই চিকিৎসককে পাওয়া যাচ্ছে না।

Link copied!