• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৩৪ পিএম
ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

বিভিন্ন সময় ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী, শিশুকে উদ্ধারের পর ফেরত পাঠাবে ভারতীয় পুলিশ। 

আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করবে।

এদিকে হস্তান্তরের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এসব শিশুদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদের সকলের বয়স ১২-১৮ বছরের মধ্যে। ২-৩ বছর আগে তারা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচারের শিকার হয় বলে সংশিষ্ট সূত্রে জানায়।

পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার এসব নারী, শিশুদের আইনি সহয়তা আর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গ্রহণ করবে পুলিশের কাছ থেকে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা এদের ভারতে পাচার করে। পরে ভালো কাজ না দিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করে। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার  শেল্টার হোমে। পরে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরার বিষয়ে তৎপরতা শুরু করে। উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে এরা ফিরে আসছে আগামীকাল। দেশে ফেরার পর এদেরকে আইনি সহয়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে জাস্টিস অ্যান্ড কেয়ার।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর জানান, ইতিমধ্যে তারা চিঠি পেয়েছেন। নারী, শিশুদের বাংলাদেশে হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!