• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মৃত্যু


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:৪৩ পিএম
বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের কৃঞ্চচন্দ্রপুর মাঝিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, সোমবার গভীর রাতে গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের কৃঞ্চচন্দ্রপুর মাঝিপাড়ায় শ্যালোমেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি হতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে অজ্ঞাত ব্যক্তি  বিদ্যুতায়িত হয়ে খুঁটির উপর থেকে ছিটকে পড়ে মারা যান। সকালে বৈদ্যুতিক তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহের পাস থেকে ট্রান্সমিটারের কয়েল, চুরির কাজে ব্যবহৃত প্লায়ার্স, অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও মরদেহে পায়ের কিছু অংশ পোড়া ছিল।

Link copied!