• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বেদে জনগোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০১:৫১ পিএম
বেদে জনগোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, “১৯৭৪ সালে বঙ্গবন্ধু সুদমুক্ত ক্ষুদ্রঋণের প্রবর্তন করে অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেক মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”

শনিবার সকালে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে সমাজকল্যাণ অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং অনগ্রসর ও বেদে জনগোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলা চেয়ারম্যান তফসিল উদ্দিন খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহীতা এবং অনগ্রসর ও বেদে জনগোষ্ঠী শিক্ষার্থীসহ ৩শ ৪১ জনের হাতে মোট ৮৬ লাখ টাকার চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা সমাজসেবা কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।

Link copied!