• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল সন্ত্রাসীরা


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৪:২২ পিএম
বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল সন্ত্রাসীরা

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাও গ্রামে শুক্রবার (২২ জুলাই) ভোরে পুলিশ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে পালগাও গ্রামের হেলিম ও মোজাম্মেল গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার ভোরে পালগাও গ্রামের পুলিশ মিয়ার ঘরে ঢুকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।

নিততের স্বজনরা জানান, পুলিশ মিয়া বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে ঘরের দরজা খোলা দেখে তার ঘরে ঢুকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় চৌকির ওপর তার লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, নিহতের  মাথায়, পিঠে ও গলায় জখমের চিহ্ন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Link copied!