• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বীর মুক্তিযোদ্ধার জন্য নির্বাচন কর্মকর্তার অনন্য উদ্যোগ


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০১:৩৫ পিএম
বীর মুক্তিযোদ্ধার জন্য নির্বাচন কর্মকর্তার অনন্য উদ্যোগ

এনআইডি-বিমুখ এক চিরকুমার বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অফিস বসিয়ে নাম নথিভুক্ত করেছেন শেরপুরের নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ। ওই বীর মুক্তিযোদ্ধার নাম সারোয়ার আলম দুলাল (৬৮)। এনআইডি (জাতীয় পরিচয়পত্র) না থাকায় সরকারি বিধি অনুযায়ী ওই বীর মুক্তিযোদ্ধার প্রাপ্ত ভাতা স্থগিত হয়ে যায়। পরে মুক্তিযোদ্ধা ভাতা পেতে সারোয়ার আলম কোনো দপ্তরেই আবেদন করেননি। 

স্থানীয়রা জানিয়েছেন, অতি শান্ত স্বভাবের মুক্তিযোদ্ধা সারোয়ার দরিদ্র এবং তার নিজের বাড়িঘর নেই। এসব খবর জেনে স্থানীয় নির্বাচন কর্মকর্তা লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে সারোয়ার আলমের বাড়িতে হাজির হন। এ সময় তার ফিঙ্গার প্রিন্ট, ছবিসহ আনুষঙ্গিক সব কাজ শেষ করে আবেদন ফরমে স্বাক্ষর সংগ্রহ করেন।

বীর মুক্তিযোদ্ধা আলম দুলাল বর্তমানে উপজেলা পৌরসভার ধুকুড়িয়া গ্রামের মামা মৃত আতর আলী মাস্টারের বাড়িতে থাকেন। তিনি পাশের নালিতাবাড়ী উপজেলার পৌরসভার সিটপাড়া এলাকার মৃত আশকর আলী ও মৃত শামছুন্নাহার দম্পতির সন্তান। 

serpur

জানা গেছে, বুধবার (২ মার্চ) চতুর্থ জাতীয় ভোটার দিবস-২০২২ উপলক্ষে নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই বীর মুক্তিযোদ্ধার ঠিকানায় তিন ঘণ্টা অবস্থান করে এনআইডি প্রক্রিয়া সম্পন্ন করেন। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০১৪ সালে নালিতাবাড়ী পৌরসভা কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধন মূলে বীর মুক্তিযোদ্ধা সারোয়ার আলম দুলাল মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করতেন। এনআইডি না থাকায় সারোয়ার আলমের মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত হয়ে যায়। ওই বিধান জারির পর থেকে গত দুই বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছিলেন না সারোয়ার আলম। এ অবস্থায় স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক জেলার নালিতাবাড়ীর এ কে সোহেলের মাধ্যমে বিষয়টি নকলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ জানতে পারেন। এর পর থেকে ওই বীর মুক্তিযোদ্ধাকে এনআইডি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কর্মকর্তা তার অফিসে আনতে একাধিকবার চেষ্টা করেও বিফল হন। কারণ, বয়োবৃদ্ধ ওই বীর মুক্তিযোদ্ধা বর্তমানে তার মামার বাড়ির বাইরে আর কোথাও যান না। 

স্থানীয় আইয়ুব আলী বলেন, দীর্ঘদিন ধরে ধুকুরিয়া গ্রামের মামার বাড়ির বারান্দার একটি কক্ষে একাকী বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা সারোয়ার আলম। চিরকুমার এই বীর মুক্তিযোদ্ধা তিন বেলা নিজের হাতে রান্না করে খাবার খান। এছাড়া কারও হাতের রান্না করা খাবার তিনি গ্রহণ করেন না। 

জানতে চাইলে শুক্রবার (৪ মার্চ) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ বলেন, জাতীয় ভোটার দিবসে দেশের একজন সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সারোয়ার আলম দুলালের এনআইডির কাজ নিজের হাতে করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এতে করে মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে তার আর  কোনো বাধা রইল না।

Link copied!